ঝিনাইদহে ভারতীয় এয়ারগানসহ ৩ জন আটক

ঝিনাইদহের কালীগঞ্জে একটি মাইক্রোবাসে তল্লাশি করে ১৩টি ভারতীয় এয়ারগানসহ তিন অস্ত্র চোরাচালানিকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার সকাল ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো যশোরের চৌগাছা উপজেলার আন্দরিয়া গ্রামের ইখতার উদ্দীন, একই গ্রামের আসাদ আলী ও জসিম উদ্দীন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘কোটচাঁদপুর থানা পুলিশের কাছ থেকে আমরা জানতে পারি, একদল লোক একটি মাইক্রোবাসে করে অস্ত্র নিয়ে কালীগঞ্জের দিকে আসছে। এ সংবাদ পেয়ে রেলগেট এলাকা থেকে মাইক্রোবাসটি জব্দ করা হয়। এ সময় গাড়িতে থাকা অস্ত্র চোরাচালানিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে তাদের আটক করা হয়।’
আটক ব্যক্তিরা অস্ত্রগুলো ভারত থেকে মহেশপুর বর্ডার দিয়ে এনে যশোরের চৌগাছা ও কোটচাঁদপুরে বিক্রি করার জন্য আমদানি করে বলেও জানান ওসি।