সাইবার অপরাধ রোধে ঝালকাঠিতে কাজ করবেন ৬০ স্বেচ্ছাসেবী

মোবাইল প্রযুক্তির অপব্যবহার এবং সাইবার অপরাধের মাধ্যমে নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন হয়রানি প্রতিরোধে ঝালকাঠিতে গণ প্রচারণা শুরু হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাগো নারী’র উদ্যোগে আজ মঙ্গলবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবে এই প্রচারণা কার্যক্রম শুরু হয়। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানায় জাগো নারী।
সাইবার অপরাধ দমনে সংস্থাটি ইন্টারনেট ব্যবহারকারী ৬০ জন সেচ্ছাসেবী নিযুক্ত করবে বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। এসময় লিখিত বক্তব্য পড়ে শোনান জাগো নারীর পরিচালক ডিউক ইবনে আমিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যেমন দিনদিন বেড়ে চলছে, তেমনি সাইবার অপরাধের সংখ্যাও বাড়ছে। এ ক্ষেত্রে বরিশালের ছয়টি জেলায় নারী ও শিশুদের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে তাঁরা প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছেন। এ সময় প্রযুক্তির সুফল ও কুফল সম্পর্কেও তারা নানা তথ্য তুলে ধরেন। ঝালকাঠি সদরের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রচার কাজ করার আগ্রহও প্রকাশ করে সংস্থাটি।
সারা দেশে সরকারের পক্ষ থেকে কার্যকরি উদ্যোগ গ্রহণের মাধ্যমে সাইবার নিরাপত্তা আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং অপরাধীদের শাস্তি দেওয়ারও দাবি জানায় জাগো নারী। এসব খবর গণমাধ্যমে প্রকাশ ও প্রচারের ব্যবস্থা করা হলে এ ধরনের অপরাধ কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাগো নারীর প্রোগ্রাম অফিসার গোপাল বিশ্বাস ও মো. নাঈমুল। পরে উন্মুক্ত আলোচনায় অংশ নেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আক্কাস সিকদারসহ স্থানীয় সাংবাদিকরা।