খুলনায় সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত

খুলনায় সড়ক দুর্ঘটনায় মো. বাবুল মণ্ডল (৫০) নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। সহকর্মীরা তাঁর লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে খুলনা-যশোর মহাসড়কের বয়রা মহিলা কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এএসআই বাবুল মণ্ডল খুলনা বেতারের আঞ্চলিক কেন্দ্রের নিরাপত্তায় কর্মরত ছিলেন।
খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) বি এম আলমগীর হোসেন জানান, এএসআই বাবুল মণ্ডল বিকেল ৪টার দিকে খুলনা বেতারের আঞ্চলিক কেন্দ্রের কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে বয়রা পুলিশ লাইনে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, পথে খুলনা-যশোর মহাসড়কের বয়রা মহিলা কলেজ মোড়সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে গেলে অন্য কোনো দ্রুতগামী যানবাহনের ধাক্কায় পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে তাঁর সহকর্মী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কোন যানবাহনের ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে তার সন্ধান পাওয়া যায়নি।
নিহত এএসআই বাবুল মণ্ডল ফরিদপুরের মধুখালী উপজেলার কাটাখালী গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। তিনি খুলনা মহানগর পুলিশের (কেএমপি) বয়রায় অবস্থিত পুলিশ লাইন ব্যারাকে থাকতেন। বুধবার ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে খালিশপুর থানার পুলিশ জানিয়েছে।