চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে মিছিল সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মিছিল বের করা হয়। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।
আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম।
এদিকে, ছাত্রলীগের নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মোড় থেকে একটি মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ করে।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ভোরে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা তীরবর্তী রেহায়চরে সম্মুখযুদ্ধে শত্রুবাহিনীর গুলিতে শহীদ হন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর। এ ঘটনার পর পাকিস্তানি হানাদার বাহিনী চাঁপাইনবাবগঞ্জ ত্যাগ করে। এই বীরশ্রেষ্ঠের শাহাদত বরণের মধ্য দিয়েই মুক্ত হয় চাঁপাইনবাবগঞ্জ।