সুগন্ধা নদীতে নৌকা ডুবে চারদিন ধরে জেলে নিখোঁজ

ছবি : এনটিভি
ঝালকাঠির সুগন্ধা নদীতে বালুবোঝাই একটি ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ জেলে আবদুল মালেক হাওলাদারের (৭০) চারদিনেও সন্ধান মেলেনি।
ওই জেলের সন্ধানে নদীতীরে ছুটে বেড়াচ্ছেন তাঁর স্বজনরা। ছোট ভাই আবদুল বারেক হাওলাদার জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় পৌর শ্মশানঘাট এলাকার সুগন্ধা নদীতে নৌকা নিয়ে মাছ ধরছিলেন তিনি। এ সময় একটি বালুবোঝাই ট্রলারের ধাক্কায় নৌকাটি ডুবে গিয়ে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ মালেক হাওলাদারের বাড়ি সদর উপজেলার মির্জাপুর গ্রামে।
মালেকের নিখোঁজ হওয়ার ব্যাপারে ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম তালুকদার জানান, চারদিন ধরে নিখোঁজ জেলের সন্ধানে পুলিশের একটি দল নদীতে টহলরত আছে। স্বজনরাও তাঁকে উদ্ধারের ব্যাপারে সহযোগিতা করছেন।