নরসিংদীতে ৭০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে আজ রোববার অভিযান চালিয়ে বিচ্ছিন্ন করা হয় অবৈধ গ্যাস সংযোগ। ছবি : এনটিভি
নরসিংদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭০০ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ রোববার সদর উপজেলার কোতোয়ালির চর ও ভগীরথপুর গ্রামে আলাদা অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাসের উপমহাব্যবস্থাপক তৌহিদুল ইসলামের আদেশে রাইজার সুপারভাইজার সালাউদ্দিন আহমেদ এই অভিযান পরিচালনা করেন।
অভিযানের বিষয়ে তৌহিদুল ইসলাম বলেন, এ সময় দুই ইঞ্চি ব্যাসার্ধের প্রায় ৬০০ ফুট লোহার পাইপ উদ্ধার করা হয়। এই অবৈধ সংযোগের মাধ্যমে সরকার প্রতি মাসে প্রায় আট লাখ টাকা রাজস্ব হারাত বলেও জানান তিনি।