ঝালকাঠিতে খাদ্য অধিকার আইনের দাবিতে সমাবেশ

খাদ্য অধিকার আইনের দাবিতে ঝালকাঠিতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
খাদ্য অধিকার সপ্তাহ উপলক্ষে আজ রোববার সকালে প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেয়।
সূর্যালোক ট্রাস্টের নির্বাহী পরিচালক হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, নলছিটি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরীন, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা সদস্য সচিব এইচ এম হুমায়ুন কবীর, মানবাধিকার সংগঠক মো. জাহাঙ্গীর হোসেন, টিআইবির এরিয়া ম্যানেজার কাজী মো. এনামুল হক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অর্থ-প্রশাসন) কমলেন্দু গুহ প্রমুখ।
বক্তারা বলেন, খাদ্য অধিকার আইন এখন একটি প্রধানতম রাজনৈতিক অধিকার। বিষয়টি সরকারের বিবেচনায় নেওয়া উচিত।
সমাবেশ থেকে ১২ দফা দাবি তুলে ধরা হয়। কর্মসূচির আয়োজন করে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), বাংলাদেশ একশনএইড ও সূর্যালোক ট্রাস্ট।