পাবনায় জামায়াতের ৫ শীর্ষ নেতা আটক

নাশকতার পাঁয়তারার অভিযোগে পাবনায় জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষ নেতাকে আটক করেছে পাবনার গোয়েন্দা পুলিশ। আজ রোববার বিকেলে শহরের দারুল আমান ট্রাস্ট থেকে তাদের আটক করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ পাবনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক জামায়াত নেতারা হলেন পাবনা জেলা জামায়াতের আমির মো. আবুল তালেব মণ্ডল (৬৩), নায়েবে আমির মো. নজরুল ইসলাম (৬২), নায়েবে আমির মাওলানা মো. জহরুল ইসলাম (৬২), বায়তুলমাল সেক্রেটারি ও ইসলামিয়া মাদ্রাসার আরবি শিক্ষক মো. আব্দুশ শকুর (৫০) এবং শ্রম বিভাগের কার্যকরী সদস্য ও পদ্মা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রেজাউল করিম (৪৭)।
এ বিষয়ে ওসি জানান, সরকার ও রাষ্ট্রবিরোধী কাজের পরিকল্পনায় গোপন বৈঠক করছেন জামায়াতের শীর্ষ নেতারা—এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের চৌকস দল অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে ও তাদের কাছ থেকে অবাঞ্ছিত জিহাদি বই ও লিফলেট জব্দ করা হয়।