ময়মনসিংহে গ্রেপ্তার জামায়াতের ১৯ নেতাকর্মী কারাগারে

ময়মনসিংহে গ্রেপ্তার জামায়াতের ১৯ নেতাকর্মীকে আদালতের আদেশে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে পাঁচ দিনের রিমান্ডের আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাসুল সামদানি আজাদ। আদালত রিমান্ড মন্জুর না করে আগামীকাল সোমবার শুনানির তারিখ ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা রাসুল সামদানি আজাদ আজ রোববার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গতকাল শনিবার দিনগত রাতে ১৯ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন পুলিশের উপপরিদর্শক আল মামুন। এর আগে গতকাল দুপুরে চরপাড়া এলাকার হোটেল সালতানাত থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক আকন্দ (৪৭), ওসমান গনি (৪৫), আজিজুর রহমান (৪৩), ফেরদৌস আলম (৪৪), আল আমিন (৩৭), দেলোয়ার হোসেন কুদ্দুস (৩১), তাজুল ইসলাম (৪৫), মো. আসাদুজ্জামান (৪২), শাহিন খান (২৭), মাহমুদুল হাসান শাহিন (৩৮), মাহাবুবুল হাকিম (৪২), মেহেদী হাসান (৩৬), সারোয়ার হোসেন (৪৫), আলমগীর হোসেন (৪২), মো. নাফিজ (৩১), আবু হানিফ (৩৭), ফজলুল করিম ফারুকী (৫২), শেখ আহমেদ আফিফা (৩৮) ও নুরুল হক (৩৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জামায়াতের গ্রেপ্তার হওয়া নেতাকর্মীরা গতকাল সকাল পৌনে ১০টায় শহরের চরপাড়া সড়কে জেলা জামাতের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক আকন্দের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী আকস্মিক ঝটিকা মিছিল বের করে বিভিন্ন ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড শুরু করেন। এ সময় রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে দাঙ্গা-হাঙ্গামা ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে থাকেন। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের কর্তব্যকাজে বাধা দেন তারা। পরে তাদের আটক করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।