মুসলমানদের মধ্যে ঝগড়াঝাটি বন্ধ করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মুসলমানদের নিজেদের মধ্যকার ঝগড়াঝাটি বন্ধ করতে হবে। তাহলেই মুসলানদের মধ্যে ঐক্য ও সংহতি আরও মজবুত হবে। বিভিন্ন দেশে বিভিন্ন নামে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পুড়িয়ে ফেলা হচ্ছে। খামোখা মুসলমানদের অভিযুক্ত করা হচ্ছে। কিন্তু এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও বিশ্ব সম্প্রদায় নেন না।
আজ রোববার (২৮ মে) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওআইসির মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাসহ অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। বিশেষ করে মুসলমানদের দেশগুলোতে যথেষ্ট সম্পদ রয়েছে। আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করতে পারলে আরও বেশি উন্নতি করতে পারবো।
ওআইসি মহাসচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আমন্ত্রণে ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহীম তাহা ঢাকায় এসেছেন। তিনি রোহিঙ্গাদের অবস্থাও দেখতে যাবেন। ওআইসি রোহিঙ্গাদের দুরবস্থা দূর করতে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। যেকোনো সম্মেলনে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় তারা নেতৃত্ব দিয়ে আসছে। এমনকি জাতিসংঘেও যে প্রস্তাব পাস হয়েছে, সেখানেও ওআইসি নেতৃস্থানীয় ভূমিকা রেখেছে চলেছে।