পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার আজ শনিবার (২৩ আগস্ট) দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন। এ সফরে ঢাকা ও ইসলামাবাদ বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আগামীকাল (২৪ আগস্ট) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইসহাক দারের সঙ্গে বৈঠক করবেন।
এই সফরে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।
দ্বিপাক্ষিক আলোচনা ও চুক্তি স্বাক্ষরের পর পররাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকে ব্রিফ করবেন। এ ছাড়া পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানও দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার সন্ধ্যার পরে দুই পাকিস্তানি মন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
ইসলামাবাদ থেকে সর্বশেষ মন্ত্রী পর্যায়ের কেউ ঢাকা সফর করেছিলেন ২০১২ সালের নভেম্বরে। তখন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী বাংলাদেশে এসেছিলেন।
গত বছর বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে নতুন করে কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে। উভয় দেশ সরাসরি জাহাজ চলাচল, ভিসা ও বাণিজ্য ব্যবস্থা সহজীকরণের উদ্যোগ নিয়েছে এবং সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানি বিমান পরিবহণ সংস্থা ফ্লাই জিন্নাহ ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে। এ ছাড়া এয়ার সিয়াল অনুমতির জন্য আবেদন করেছে।