ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযান, ২ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/05/29/jhalokathi-jorimana.jpg)
ঝালকাঠিতে মসলার বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : এনটিভি
কোরবানির ঈদকে সামনে রেখে ঝালকাঠিতে মসলার বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন। আজ সোমবার (২৯ মে) দুপুরে শহরের আড়তদারপট্টি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা।
ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, শহরের আড়তদারপট্টি এলাকায় মানিক ট্রেডার্স নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে পেঁয়াজ, রসুন, আদা বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা না থাকায় এবং জুম ট্রেডার্স নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে মরিচ ও হলুদে রং মেশানোর অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ঈদ উপলক্ষে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের কর্মকর্তারা।