জামিন পাননি এনু-রুপন

অবৈধ সম্পদ অর্জনের মামলায় গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু, তার ভাই রুপন ভূঁইয়া ও ওয়ান্ডারার্স ক্লাবের সেক্রেটারি জয় গোপাল সরকারকে জামিন দেননি আদালত। আজ সোমবার (৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মাদ নজরুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) আজাদ রহমান এ বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এদিন মামলা সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন কোনো সাক্ষী আদালতে হাজির হননি। এজন্য আদালত আগামী ১২ জুন সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।’
পিপি আরও বলেন, ‘এদিন এনু-রুপনের পক্ষে জামিনের আবেদন করা হলে বিচারক শুনানি শেষে জামিনের আবেদন না মঞ্জুর করেন।’
এ মামলার অপর আসামিরা হলেন–এনু ও রুপনের ভাই মিরাজুল হক ভুইয়া শিপলু, রাশিদুল হক ভুইয়া, শহিদুল হক ভুইয়া, ওয়ান্ডারার্স ক্লাবের কেয়ারটেকার নবী হোসেন শিকদার, বলবয় সাইফুল ইসলাম ও তাদের সহযোগী পাভেল রহমান ও তুহিন মুনসি।
নথি থেকে জানা গেছে, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর দুই ভাই এনু-রুপনের বাড়িতে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেখান থেকে সিন্দুকভর্তি টাকা ও গহনা জব্দ করার পর ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম এবং এনুর বন্ধু হারুন অর রশিদের বাসায় অভিযান চালানো হয়। সব মিলিয়ে ওই অভিযানে পাঁচ কোটি পাঁচ লাখ টাকা, আট কেজি স্বর্ণালঙ্কার এবং ছয়টি আগ্নেয়াস্ত্র জব্দ করে র্যাব। সেখানে কর্মচারী কালামের স্ত্রী ও মেয়ের দেখানো মতে চতুর্থ তলার বাড়ির দ্বিতীয়তলা থেকে দুই কোটি টাকা উদ্ধার করে র্যাব।