বিউটিশিয়ান রুবিনা হত্যা : মূল আসামি মৃদুল গ্রেপ্তার

গাজীপুরে পারিবারিক কলহ ও পরকীয়া সন্দেহের জেরে টিকটকার ও বিউটিশিয়ান রুবিনা আক্তারকে (২৪) হত্যা মামলার মূল আসামি মৃদুল ঘোষকে পাবনা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বুধবার (৭ জুন) সকালে গাজীপুরের পোড়াবাড়িতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘গত ৪ জুন রাত সাড়ে ১০টায় জিএমপি সদরের আদাবৈ এলাকার রাজকন্যা বিউটি পার্লারের একটি কক্ষ থেকে রুবিনা আক্তার নামে এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর তার স্বামী পালিয়ে যায়। তথ্য প্রযুক্তি সহায়তায় গত ৬ জুন রাত ৮টার দিকে পাবনা সদর থানার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১ গাজীপুরের একটি দল।’
আরও পড়ুন : টিকটকার খুন, খালাতো ভাইসহ গ্রেপ্তার ২
এর আগে, এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সুমা রানী ঘোষ ও রাকিব নামে দুজনকে গ্রেপ্তার করে গাজীপুর সদর থানা পুলিশ। নিহত রুবিনা আক্তার গাজীপুর সিটি করপোরেশনের ২৯নং ওয়ার্ডের সালাম তালুকদারের মেয়ে।