বজ্রপাতে দুজন নিহত, মারা গেল ৪ গরুও
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/06/08/braahmnnbaarriyyaayy-bjrpaat-chbi-.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় দুজন নিহত হয়েছেন। মারা গেছে চারটি গরুও। আজ বৃহস্পতিবার বিকেলে সদর ও আশুগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত জালু মিয়ার ছেলে কৃষক শাহজাহান মিয়া (৫০) এবং আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের নাসির মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২)।
সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন সূত্র জানায়, বিকেলে সদর উপজেলার কাছাইট গ্রামে প্রবল বৃষ্টির সময় মাঠে গরু আনার সময় কৃষক শাহজাহান বজ্রপাতে মারা যান। একই সময়ে বজ্রপাতে খেওয়াই গ্রামে কৃষক মনা ভুইয়ার তিনটি গরু ও মোজালক মিয়ার একটি গরু মারা যায়।
এ ছাড়া আশুগঞ্জে হৃদয় ও উজ্জ্বল নামে দুই যুবক সার কারখানার আবাসিক কলোনির পিছনের জমিতে মহিষ আনতে যান। বিকেলে বৃষ্টি শুরু হলে তাঁরা দ্রুত একটি গাছের নিচে আশ্রয় নিলে বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন এবং উজ্জ্বলকে ভর্তি করে চিকিৎসা দেয়।
এদিকে নিহত দুজনের পরিবারকে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।