নয় বছর পালিয়ে অবশেষে ধরা সাজাপ্রাপ্ত দুজন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/07/08/sherpur.jpg)
শেরপুরের শ্রীবরদী উপজেলার কিশোরী অপহরণ ও ধর্ষণ চেষ্টায় ২৪ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গতকাল শুক্রবার (৭ জুলাই) রাতে তাদের শেরপুর জেলা সদর ও শ্রীবরদী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—শ্রীবরদী পৌর শহরের উত্তর শ্রীবরদীর মো. আমের আলী (৪০) ও জেলা সদরের ছনকান্দা বেপারিপাড়া গ্রামের মো. কাশেম (৩৫)। নয় বছর ধরে তারা পলাতক ছিলেন।
র্যাব-১৪-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১-এর কমান্ডার আশিক উজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার বিকেলে প্রথমে ছনকান্দা বেপারিপাড়া হতে গ্রেপ্তার হয় কাশেম এবং রাত ৯টায় শেরপুরের খোয়ারপাড় হতে আমের আলীকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২২ ফেব্রুয়ারি দুপুরে আক্রান্ত কিশোরীকে গ্রেপ্তারকৃতরা অটোরিকশায় ধর্ষণের উদ্দেশে তুলে নিয়ে যায়। কিন্তু কিশোরীর চিৎকারে বাধ্য হয়ে তাকে শ্রীবরদীর কাকিলাকুড়া সেতুর পাশে ফেলে রেখে যায়। পরে কিশোরীর বাবা শ্রীবরদী থানায় মামলা করেন।
সেই মামলায় ২০২১ সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. আখতারুজ্জামান গ্রেপ্তারকৃতদের ২৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
ঘটনার পর থেকেই গ্রেপ্তারকৃতরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই এই সাজা দেন আদালত।