টাঙ্গাইলে সিঁধকেটে অটোরিকশাচালককে হত্যা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/07/13/tangail_ghatail_pic.jpg)
টাঙ্গাইলের ঘাটাইলে আলম মিয়া নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১২ জুলাই) গভীর রাতে উপজেলার ছুনুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলম মিয়া ওই গ্রামের মৃত মোহাম্মদ আলী মাস্টারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় লোকজন আলম মিয়ার ঘরে সিঁধকাটা দেখতে পায়। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় স্থানীয়রা আলম মিয়াকে ডাকাডাকি করে। কোনো সারা শব্দ না পেয়ে পরে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে আলম মিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, রাতের কোনো এক সময় চোর চক্র আলম মিয়ার ঘরে সিঁধকেটে ভেতরে প্রবেশ করে। তিনি ওই চোরদের চিনে ফেলায় সম্ভবত এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।