ময়মনসিংহে ভাতিজির দায়ের কোপে ফুফু নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/07/20/myymnsinh-meddikel-klej-haaspaataal.jpg)
পারিবারিক কলহের জেরে ময়মনসিংহে ভাতিজি মারুফার (২০) দায়ের কোপে ফুফু নুরন্নাহার (৪০) নিহত হয়েছেন। বুধবার (২০ জুলাই) রাত ১০টার দিকে সদর উপজেলার বিজয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে নিহত নুরন্নাহারের ভাই লুতফর রহমান বাদী হয়ে তিনজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি আভিযোগ করেছেন।
পুলিশ জানায়, বুধবার রাতে নিহতের ভাবি মায়মুনার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মায়মুনার মেয়ে মারুফা ধারাল দা দিয়ে নুরন্নাহারকে কুপিয়ে আহত করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, ‘মরদেহ ময়মনাতদন্তের জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।’