সেবা না পাওয়ার অভিযোগ থাকলে তথ্য দিতে বললেন ডিএনসিসি মেয়র
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/07/24/atiq_0.jpg)
দেশে দিনকে দিন ডেঙ্গুর পরিস্থিতি খারাপ হচ্ছে। বাড়ছে রোগীর সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। এমতাবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এ ছাড়া সেবা না পাওয়ার অভিযোগ থাকলে তথ্য দিতে বলেছেন তিনি।
আজ রোববার (২৩ জুলাই) সকালে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী ফকির আলমগীরের নামে সড়কের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
মেয়র বলেন, ‘সিটি করপোরেশন থেকে আমরা পদক্ষেপ গ্রহণ করছি। কিন্তু, সমাজের সর্বস্তরের জনগণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পৃক্ত হতে হবে। সবাইকে জানাতে হবে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিসের লার্ভা জন্মায়। নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’
নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে মেয়র বলেন, ‘কোথায় পানি জমছে, এমনটা আপনাদের নজরে আসলে সেটা আমাদের জানান। পানি জমে আছে, কিন্তু মশার ওষুধ ছিটানো হয়নি বা সিটি করপোরেশনের সেবা পাচ্ছেন না, এমন তথ্যও আমাদের জানান।’
ডিএননিসি মেয়রের এই বক্তব্যের প্রেক্ষিতে করপোরেশনের সংস্থাপন শাখা-২-এর সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) নিলুফা আক্তারের কাছে জানতে চাওয়া হয়, ভুক্তভোগী তার অভিযোগ বা তথ্য কোথায় জানাবেন? উত্তরে নিলুফা এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের প্রতিটি অঞ্চলে কর্মকর্তা আছেন। সেই কর্মকর্তাকে জানালে হবে।’