ওষুধ ব্যবসায়ীকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

রাজধানীর যাত্রাবাড়ীতে তাজুল ইসলাম আকন (৪০) নামের ওষুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে মো. হৃদয় নামে এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (২৪ জুলাই) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৪-এর বিচারক খন্দকার এ.টি.এম. তোফায়েল এ রায় দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. শাহ আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নথি থেকে জানা গেছে, ২০২০ সালের ১৯ জুলাই দুপুর দেড়টার দিকে তাজুল ইসলাম বাসায় ফেরেন। এসে দেখেন রুমের তালা ভাঙা। ভেতরে তিনি হৃদয়কে দেখতে পান। তিনি চোর, চোর বলে চিৎকার করেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
একপর্যায়ে হৃদয় তাজুল ইসলামকে ছুরিকাঘাত করেন। তাজুল ইসলামের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। দৌড়ে পালানোর সময় হৃদয়কে ধরে ফেলে প্রতিবেশীরা। তাজুল ইসলামকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই দিন নিহতের ভাই নুরুল ইসলাম যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। পরবর্তীতে, ঢাকার সিএমএম আদালতে পুলিশ আসামি হৃদয়ের বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগপত্র দাখিল করেন।