নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল দেওয়ার পরিকল্পনা আছে : সিইসি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সংসদ নির্বাচনের তফসিল সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে একটি টেলিশিভনকে দেওয়া সাক্ষাৎকারে কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, ‘আমার যতটুকু মনে পড়ে, সেপ্টেম্বরের আগে এটা হওয়ার কথা নয়। আমরা এখনও স্থির করিনি। তবে, অনুমান করে বলতে পারি সেপ্টেম্বরের কোনও একটা সময়ে শেষের দিকে বা মাঝামাঝি সময়ে আমরা তফসিল ঘোষণা করব।’
এ তথ্যটি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। পরে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল দেওয়ার পরিকল্পনা আছে। চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হবে।’
এর আগে গণমাধ্যমের সাক্ষাৎকারের প্রসঙ্গে জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, সেপ্টেম্বর তফসিল দেওয়া সম্ভব নয়। এটি কথার কথা চলে এসেছে। তবে, আমরা তফসিল এবং ভোটগ্রহণের মধ্যে একটি বড় সময় রাখতে চায়। কেননা রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়ার বিষয় আছে। এসব প্রস্তুতির জন্য একটি সময় দেওয়া হবে।’
সিইসি কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’
সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর নতুন গঠিত আইন সভার প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। নিয়ম অনুযায়ী, সংসদের মেয়াদ পূর্ণের পূববর্তী ৯০ দিনের মধ্যে তফসিল ঘোষণার কথা। আর সে অনুযায়ী, চলতি বছরের ৩০ অক্টোবর থেকে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যেই দ্বাদশ সংসদ নির্বাচন সম্পন্ন হতে হবে। যদিও আগাম নির্বাচনের বিধান আছে। তবে, সেক্ষেত্রে সংসদ ভেঙে দিতে হবে।