সাতকানিয়ায় ধীরগতিতে নামছে বন্যার পানি

উদ্বেগ-আতঙ্কের কয়েকরাত পেরিয়ে কমতে শুরু করেছে বন্যার পানি। মঙ্গলবার (৮ আগস্ট) দিনগত রাত থেকে পানি কমতে শুরু করে। তবে, পানি কমার গতি খুবই ধীর।
আজ বুধবার (৯ আগস্ট) ভোর ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার দিনগত রাতে পানি কমেছে মাত্র দুই ফুট। কেরানিহাট-বান্দরবান সড়ক ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুবে যাওয়া একাধিক স্থানে পানি কমছে। তবে, যান চলাচল স্বাভাবিক হয়নি।
সোমবার (৭ আগস্ট) রাত ১০টা থেকে পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
এদিকে, সাতকানিয়ার চরতীতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় নৌকাডুবিতে নারী ও শিশুসহ চারজন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে প্রশাসনের কোনো তৎপরতা নেই বলে অভিযোগ স্বজনদের।
চরতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী বলেন, ‘বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মোবাইল নেটওয়ার্ক বিপর্যয় হওয়াতে সরকারি দায়িত্বশীল কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।’