ভারতে আকস্মিক বন্যায় ৯ সেনাসদস্য নিখোঁজ

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হর্ষিলে মেঘভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় ৯ জন সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে হর্ষিলের সেনা ক্যাম্প থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে ধরালি গ্রামের কাছে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
প্রাথমিকভাবে ১১ জন সেনাসদস্য নিখোঁজ বলে আশঙ্কা করা হলেও পরে কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ জওয়ানের সংখ্যা ৯ জন। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ইউনিটের ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরও দলটি অবিচল সংকল্প নিয়ে কাজ করে চলেছে।
সেনাবাহিনী জানায়, এই চরম প্রতিকূলতার মধ্যেও তাদের দৃঢ়তা ভারতীয় সেনাবাহিনীর সত্যিকারের চেতনার প্রতিফলন, যা স্থিতিস্থাপক, নিঃস্বার্থ এবং সর্বদা জাতির সেবায় প্রস্তুত।
স্থানীয়দের মতে, খীর গঙ্গা নদীর অববাহিকায় মেঘভাঙা বৃষ্টির কারণে এই বিধ্বংসী বন্যা হয়েছে। ধরালি গ্রামটি গঙ্গোত্রীর পথে একটি প্রধান বিরতিস্থল, যেখানে বহু হোটেল, রেস্তোরাঁ ও বাড়ি রয়েছে। এই ঘটনায় প্রায় ৪০ থেকে ৫০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের প্রধান সচিব আর. কে. সুধাংশু।
ঘটনাস্থলে সেনাবাহিনীর ১৫০ জন সদস্য উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। তারা আটকা পড়া গ্রামবাসীদের উদ্ধার এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া শুরু করে। তবে বৃষ্টি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারও ব্যবহার করা যায়নি।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই পরিস্থিতিকে ‘অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক’ উল্লেখ করে বলেছেন, ত্রাণ ও উদ্ধার অভিযানে জরুরি তৎপরতা চলছে।

বিশেষজ্ঞরা বলছেন, মেঘভাঙা বৃষ্টি হলো ভারতীয় হিমালয়ের অন্যতম বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ, যা খুব অল্প সময়ের মধ্যে একটি সীমিত এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলে এই ধরনের চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে।