সংঘর্ষে চোখে আঘাত, আহত ওসির চিকিৎসায় পাঠানো হলো ভারতে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/09/01/pulish_conkh.jpg)
বিএনপি ও পুলিশের সংঘর্ষে চোখে আঘাত পান হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব। তার উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ভারতে। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি ভারতের চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেন। রাতে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ বলছে, ওসি অজয় চন্দ্র ভারতে পৌঁছেছেন। তাঁর চোখের অবস্থা সংকটাপন্ন। তিনি ভারতের চেন্নাইয়ে শংকর নেত্রালয়ে চিকিৎসা নেবেন।
কামরুল আহসান বলেন, ‘পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ব্যক্তিগত উদ্যোগ, সার্বিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে অজয় চন্দ্র দেবকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়েছে।’
গত ১৯ আগস্ট হবিগঞ্জে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব আহত হন। ২০ আগস্ট তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তাঁর চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তিনি রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।