শব্দযন্ত্রের বিভ্রাটে আকস্মিক স্থগিত সংসদ অধিবেশন ফের শুরু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/09/10/samsad.jpg)
সংসদের বৈঠকে শব্দযন্ত্র (সাউন্ড সিস্টেম) বিভ্রাটের কারণে বৈঠক আকস্মিক স্থগিত হয়ে যায় সংসদ অধিবেশন। দুদিন বিরতির পর আজ রোববার (১০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় সংসদের বৈঠক শুরু হওয়ার কিছু পরেই সাউন্ড সিস্টেমে বিভ্রাট দেখা দেয়। বিকল্প হিসেবে সদস্যদের হাতে বুম দিয়ে কিছুক্ষণ চালানোর চেষ্টা করা হয়। কিন্তু সদস্যরা তাতে ভাল শুনতে পাচ্ছিলেন না। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের বৈঠক স্থগিত করেন। এরপর সংসদের সাউন্ড সিস্টেমের কারিগরি ত্রুটি সমাধান হলে ফের চালু হয় অধিবেশন।
পূর্ব নির্ধারিত সময় সূচি অনুযায়ী, রোববার বিকেল পৌনে ৫টায় অধিবেশন শুরু হলে সমাজকল্যাণ মন্ত্রনালয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিল-২০২৩-এর রিপোর্ট উপস্থাপনের সময় অধিবেশনের মাইক বন্ধ হয়ে যায়। পরে বিকল্প ব্যবস্থায় হ্যান্ডমাইক দিয়ে রিপোর্ট উপস্থাপন শেষ করেন। এরপর হ্যান্ডমাইক দিয়ে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল-২০২৩ ও জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিলের রিপোর্ট উপস্থাপন করেন।
এরপর রেজওয়ান আহাম্মদ তৌফিক সাইবার নিরাপত্তা বিলের রিপোর্ট উপস্থাপন শুরু করলে তখন বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা স্পিকারের মনযোগ আকর্ষণ করে বলেন, ‘কিছু শোনা যাচ্ছে না।’ এ সময় বিরোধী দলের বাকি সদস্যরাও একই কথা বলেন।
রেজওয়ান আহাম্মদ তৌফিকের রিপোর্ট উপস্থাপন শেষে স্পিকার সংসদের উদ্দেশে বলেন, ‘যেহেতু কিছু শোনা যাচ্ছে না, তাই আমরা কিছুক্ষণ কার্যক্রম বন্ধ রাখছি। পাঁচ মিনিট বন্ধ রাখছি।’ পরে আবার স্পিকার বলেন, ‘মাইক ঠিক করার চেষ্টা চলছে। ১০ মিনিট অধিবেশন স্থগিত করছি।’
এরপর যান্ত্রিক সমস্যা সমাধান হলে ফের শুরু হয় অধিবেশন।