দেশকে ধ্বংস করতে ওরা মানচিত্রে থাবা দেবে : শামীম ওসমান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/09/16/shaamiim-osmaan-naaraayynngnyj.jpg)
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, যারা জ্বালাও-পোড়াও করে তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য মানচিত্রে থাবা দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আঘাত করার চেষ্টা করা হবে। কিন্তু কিছুই করতে পারবে না। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ২ নং রেলগেটে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত জনসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘এই সেপ্টেম্বরের শেষ থেকে বা অক্টোবর নাগাত ওরা (বিএনপি) আমাদের মানচিত্রে থাবা দেবে। গর্ত থেকে বেরিয়ে এসে বাংলাদেশের গণতন্ত্রে ছোবল দেবে। ক্ষমতায় আসার জন্য না, ওদের লক্ষ্য বাংলাদেশকে ধ্বংস করা।’
শামীম ওসমান আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আঘাত করার চেষ্টা করা হবে। কিচ্ছু করতে পারবে না।’
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি কায়সার হাসনাত, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রকৌশলী মামুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।