কাইনেটিকের এমডির বিরুদ্ধে মামলা করলেন শাফিন আহমেদ

মাইলস ব্যান্ডের কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার মো. শাফিন আহমেদ। এনটিভির ফাইল ছবি
মাইলস ব্যান্ডের কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার মো. শাফিন আহমেদ কপিরাইট আইনে মামলা করেছেন। আজ সোমবার (সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামানের আদালতে বাদী হয়ে মামলাটি করেন তিনি।
আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়ে বলেন, বাদী কপিরাইট আইনের ৭১/৮২/৯১ ধারায় মামলা দায়ের করেছেন। এছাড়া মামলায় আশিকুন নবী, এমডি Qinetic Network Pvt Ltd, আশিফুন নবী, ডাইরেক্টরকে বিবাদী করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ৫ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
নথিতে বলা হয়েছে, বিবাদীরা শিল্পীর গাওয়া শতাধিক গান অনুমতি ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইউটিউব, আমাজন, আই টিউনস, অ্যাপল মিউজিকে প্রচার করে অপরাধ করেছেন।