অগ্নিকাণ্ডের পর মালিবাগ-কাকরাইল সড়কে যান চলাচল বন্ধ
রাজধানীর কাকরাইলের এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিবাগ-কাকরাইল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
আজ সোমবার (৯ অক্টোবর) বেলা ১২টার পর কাকরাইল ও এর আশপাশের এলাকায় এ দৃশ্য দেখা যায়। এই রাস্তা বন্ধের ফলে আশেপাশের সড়কে এবং মালিবাগ ফ্লাইওভারের উপরেও দেখা দিয়েছে তীব্র যানজট।
এদিকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষণে ক্ষণে বিস্ফোরণ ঘটছে, হঠাৎ হঠাৎ আগুনও জ্বলে উঠছে। যে কারণে সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
কাকরাইলের এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্যালয়ে গিয়ে দেখা গেছে, বেইলি রোড, রাজারবাগ, মালিবাগ মোড়, মালিবাগ-কাকরাইল সড়কে তীব্র যানজট দেখা দেয়। পরে শান্তিনগর মোড় ও কাকরাইলের মাঝামাঝি ইনকামিং সড়কে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণের খবর দেওয়া হলেও সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি। দুপুর একটা পর্যন্ত মালিবাগ শান্তিনগর থেকে কাকরাইল অভিমুখে যাওয়ার সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
এ বিষয়ে রমনা ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দিপু গণমাধ্যমকে বলেন, আগুনের কারণে নিরাপত্তার স্বার্থে আপাতত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হলে রাস্তার বেরিকেড আবার খুলে দেওয়া হবে।