জ্যেষ্ঠ জেল সুপার শাহজাহান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/10/18/dudok.jpg)
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জ্যেষ্ঠ জেল সুপার শাহজাহান আহমেদ ও তার স্ত্রী নুরুন নাহার লোটাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আজ বুধবার (১৮ অক্টোবর) দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক পাপন কুমার সাহা বাদী হয়ে মামলাটি করেন।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন দুদক সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, ‘দুদক আইন-২০০৪ এর আওতায় মামলাটি করা হয়েছে। মামলার তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
মামলার এজাহার থেকে জানা গেছে, আসামি শাহজাহান আহমেদ ১৯৮৭ সালে বস্ত্র অধিদপ্তরে ড্রাফটসম্যান পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি ১৯৯১ সালে ডেপুটি জেলার পদে আত্তীকৃত হন। বর্তমানে তিনি জ্যেষ্ঠ জেল সুপার পদে কর্মরত আছেন।
অনুসন্ধানকালে শাহজাহান আহমেদ নিজ নামে স্থাবর-অস্থাবরসহ এক কোটি ৩০ লাখ ১৯ হাজার ২৬৩ টাকার সম্পদের মালিকানা পাওয়া যায়। সম্পদ অর্জনের বিপরীতে তার মোট আয় পাওয়া যায় ৫৮ লাখ ১০ হাজার ৪১ টাকা। অর্থাৎ, ৭২ লাখ ৯ হাজার ২২২ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি।
অপরদিকে, অনুসন্ধানকালে শাহজাহানের স্ত্রী লোটাসের নামে এক কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৭৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি। দুদকের কাছে প্রথম দিকে ব্যবসার কথা উল্লেখ করা হলেও ব্যবসার কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারেননি তারা।