ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/10/27/munshiganj_israyel_news_pic.jpg)
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা জাকের পার্টির নেতাকর্মীদের মানববন্ধন। ছবি : এনটিভি
ফিলিস্তিনে নিরীহ মুসলিমদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং আগ্রাসন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মুন্সীগঞ্জ জেলা জাকের পার্টি, ইসলামী আন্দোলন ও আহলে সুন্নাত ওয়াল জামাত। আজ শুক্রবার জুমা নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
ধর্মপ্রাণ মুসল্লিরা ছোট ছোট মিছিল নিয়ে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে অবস্থান নেয়। বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিলগুলো বের হয়।
এরপর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে জেলা জাকের পার্টির নেতাকর্মীরা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।
এ সময় স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি ও ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন ও বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।