বিএনপির হরতালে এলডিপির সমর্থন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/10/28/ali_aahmd.jpg)
এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। ফাইল ছবি
মহসমাবেশে হামলার প্রতিবাদে আগামীকাল রোববার (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির এই হরতালে সমর্থন দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। একইসঙ্গে হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।
আজ রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এলডিপি থেকে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে কর্নেল অলি বলেন, ‘এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। তাই এ সরকারকে বিদায় করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের কর্মসূচিকে সফল করতে হবে।’
আগামীকালের হরতাল শুধু বিএনপির হরতাল নয় জানিয়ে বিবৃতিতে এলডিপি প্রেসিডেন্ট বলেন, এটি সমগ্র দেশবাসীর হরতাল। শান্তিপূর্ণভাবে হরতাল পালনের জন্য অনুরোধ করা হয় ওই বিবৃতিতে।