বাইডেনের ‘কথিত’ উপদেষ্টা আটক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/10/29/baaiddener_updessttaa_1.jpg)
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ‘কথিত’ উপদেষ্টা মিয়ান আরাফিকে আটক করেছে পুলিশ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ রোববার (২৯ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) হলেন মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ফারুক হোসেন জানান, মার্কিন প্রেসিডেন্টর কথিত ওই উপদেষ্টা যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। সেখান থেকেই তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে।
বিএনপির মহাসমাবেশকে ঘিরে গতকাল পুলিশ ও দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেতারা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ওই সময় মিয়ান আরাফি নামের ওই ব্যক্তি উপস্থিত ছিলেন। তিনি নিজেকে মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনি উপদেষ্টা হিসেবে নিজেকে পরিচয় দেন।
সংবাদ সম্মেলনে ওই ব্যক্তির পাশে বসে ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। তবে, আজ সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইশরাক জানান, তিনি কথিত ওই উপদেষ্টাকে চেনেন না। ওই ব্যক্তির সঙ্গে পূর্বপরিচিতিও ছিল না তার। সাবেক সেনা কর্মকর্তা (অব.) লেফট্যান্ট জেনারেল হোসেন সারোওয়ার্দী ওই কথিত উপদেষ্টাকে বিএনপির কার্যালয়ে নিয়ে আসেন।