নরসিংদীর বাবুরহাটের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/10/30/nrsindii-baaburhaatter-aagun.jpg)
দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর বাবুরহাটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। গতকাল রোববার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নরসিংদী সদর, মাধবদী, পলাশ, মনোহরদী ও আড়াইহাজারের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় অর্ধশতাধিক দোকান ভস্মীভূত হয়েছে। বাজারের ভেতরের সড়ক সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে।
ব্যবসায়ীরা জানায়, ইতোমধ্যে অর্ধশত কাপড়ের দোকান পুড়ে গেছে। এতে তাদের কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও বলা যাচ্ছে না। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আমাদের ১৬টি ইউনিট কাজ করেছে।