নেত্রকোনায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন
নেত্রকোনার মোহনগঞ্জের হাওর অঞ্চলে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মোহনগঞ্জ উপজেলার সোয়াইর ইউনিয়নের আদর্শনগরের হাটনাইয়া জনদপুর গ্রামে আজ শনিবার (৪ নভেম্বর) এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (ঢাকা) মো. আশরাফ উদ্দিন। এতে স্বাগত বক্তব্য দেন এটিআই প্রকল্প পরিচালক মো. শরিফুল ইসলাম।
আরও বক্তব্য দেন সার ব্যবস্থাপনা ও উপকরণ উইং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শাহ্ মো. হেলাল উদ্দীন, নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, মোহনগঞ্জ পৌরসভার মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, সোয়াইর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুর রহমান জিকু, সাধারণ সম্পাদক বজলুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী মো. ইফতেকার আলম, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।