ঢাকা-মাওয়া মহাসড়কে পিকআপ-লেগুনা সংঘর্ষ, স্বামী-স্ত্রীর মৃত্যু

ঢাকা-মাওয়া মহাসড়কে পিকআপ-লেগুনা সংঘর্ষে নির্মল চক্রবর্তী (৪০) ও তার স্ত্রী কনক চক্রবর্তী (৩৫) মারা গেছেন। আজ শুক্রবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা হয়। এতে আরও দুজন আহত হয়। হতাহত সবাই লেগুনার যাত্রী।
জানা গেছে, মাওয়ার দিকে যাওয়ার সময় কুচিয়ামোড়া কলেজগেট এলাকায় এ দুর্ঘটনার পর আহত নির্মল ও কনককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তারা। নিহত নির্মল চক্রবর্তী বরিশাল সদরের মৃত রবিন্দ্র চক্রবর্তীর ছেলে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ জানান, ঢাকাগামী মালবাহী একটি পিকআপের সঙ্গে মাওয়াগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চার যাত্রী আহত হয়। প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আশঙ্কাজনক স্বামী-স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তারা মারা যান।
ওসি আরও জানান, আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। পিকআপ ও লেগুনা জব্দ করে থানায় নেওয়া হয়েছে।