রাজধানীতে আরও এক বাসে আগুন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/11/11/fire-service_web_0.jpg)
ফায়ার সার্ভিসের গাড়ির ছবি তাদের ওয়েবসাইট থেকে নেওয়া
রাজধানীতে আরও এক বাসে আগুন লেগেছে। গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে আজ শনিবার (১১ নভেম্বর) রাত ৯টায় মিনিটে আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টায় ওই বাসে লাগা আগুন নেভাতে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে। তবে, কীভাবে আগুনের সূত্রপাত, তা বলতে পারেননি তিনি।
এর আগে গাবতলী ও আরামবাগে দুটি যাত্রীবহী বাসে আগুন লাগে। আরামবাগে নটরডেম কলেজের আশপাশে রাত ৮টা ২০ মিনিটে এবং এর ১০ মিনিট পরেই গাবতলীতে বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।