বাসে আগুন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/11/13/atok.jpg)
আটকের প্রতীকী ছবি
রাজধানীর উত্তরা থেকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে (৩৫) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ সোমবার (১৩ নভেম্বর) সকালে তাকে রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে আটক করা হয়।
র্যাবের দাবি, প্রজাপ্রতি নামের এক যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদলের ওই নেতাকে আটক করা হয়।
আজ সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এসব তথ্য জানিয়েছেন।
ইমরান খান বলেন, ‘গাড়িতে আগুন দেওয়ার সময় মামুন মজুমদারকে হাতেনাতে আটক করা হয়েছে। প্রজাপতি নামের ওই গাড়িতে আগুন দিলে ফায়ার সার্ভিস এসে তা নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’