সংসদ সদস্য হতে উপজেলা চেয়ারম্যান পদ ছাড়লেন গাজী মাঈনুদ্দিন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/11/13/chandpur-up-news.jpg)
হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ ছাড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনি আসনে সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে তিনি উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।
আজ সোমবার (১৩ নভেম্বর) বিকেলে পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেন গাজী মো. মাঈনুদ্দিন।
এ সময় গাজী মো. মাঈনুদ্দিন বলেন, ‘তৃণমূল নেতাদের সমর্থন নিয়ে সংসদ নির্বাচন করব। দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘হাজীগঞ্জ-শাহরাস্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সমর্থনে নৌকা প্রতীকে মনোনয়ন চাইব। মূলত নেতাকর্মীরা চাইছেন আমি নির্বাচন করি। তাঁদের বিশ্বাস প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিবেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই সবশেষ সিদ্ধান্ত। তিনি যা বলবেন, তাই হবে। এখন পর্যন্ত আমার নির্বাচন করার ইচ্ছে আছে এবং আমি প্রস্তুত আছি।’
পরে গাজী মো. মাঈনুদ্দিন শতাধিক মোটরসাইকেল নিয়ে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কালিয়া পড়া থেকে বাকিলা পযর্ন্ত শোভাযাত্রায় অংশ নেন।
ওই সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ নির্বাচনি আসনে মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম রোমান উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।