গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী, শিশুসহ আহত ১১

ময়মনসিংহের চরকালীবাড়ী এলাকায় বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী, ছেলেমেয়েসহ ১১ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।
সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ঘরের টিনের চাল ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জুলহাস এই খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’
প্রত্যক্ষদর্শীরা জানায়, আহত তরিকুল কালীবাড়ীর ইদ্রিস আলীর বাসা ভাড়া নিয়ে বেলুনে গ্যাস ভরার ব্যবসা করেন। বেলুনে গ্যাস ভরার সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন আহত হয়েছে।
বিস্ফোরণে আহতরা হলেন চর কালীবাড়ী এলাকার ভাড়াটিয়া বেলুন ব্যবসায়ী তরিকুল (৩৫), তাঁর স্ত্রী সালমা (২৫), ছেলে ইয়াসিন (৭) মেয়ে তানজিনা (৫), ছেলে আব্দুর রহিম (৩), সোহেল (৫০), ইসমাইল (২৫), সালমা (২৫), সুলেমান (৫) কোহিনুর (৪০) ও মানিক (৯)।