ঘূর্ণিঝড় মিধিলিতে সাগরে প্রায় ৩০০ জেলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/11/17/borguna_news_pic.jpg)
বরগুনায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সাগর উত্তাল থাকায় গভীর সাগরে মাছ ধরার ২০টি মৎস্যজীবী ট্রলারের প্রায় তিন শত জেলের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না স্বজনরা। আজ শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা।
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি জানান, ইতোমধ্যে ডুবে যাওয়া একটি ট্রলারসহ ২২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন জেলেদের অনেকেই গহীন সুন্দরবনসহ আশপাশের উপকূলীয় এলাকায় আশ্রয় নিয়েছে।
এদিকে ভারি বর্ষণ এবং ঝড়ো বাতাসে অনেক গাছপালা উপড়ে পড়েছে। দরিদ্র পরিবারের টিন ও কাঠের অনেক ঘরবাড়ি আংশিক ও কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। মিধিলার প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় মোবাইল নেটওয়ার্ক সমস্যায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে।
ঘূর্ণঝড় মিধিলি মোকাবিলায় গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি সভা করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলার প্রধান তিনটি নদী বিষখালী, বলেশ্বর এবং পায়রায় সব রুটের খেয়াপারাপারসহ লঞ্চ যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।