ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে নোয়াখালীতে ১১২৫ ঘর ক্ষতিগ্রস্ত

নোয়াখালীতে শুক্রবার ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ক্ষতিগ্রস্ত ঘর। ছবি : এনটিভি
ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের ২১২টি ঘর সম্পূর্ণ এবং ৯১৩টি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। জেলার উপকূলীয় এলাকা হাতিয়া, সূবর্ণচর, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার ৩৪টি ইউনিয়নের দ্বীপ ও চরাঞ্চলে এসব ক্ষয়ক্ষতি হয়।
শুক্রবার (১৭ নভেম্বর) দিনগত রাতে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নোয়াখালীর উপকূলীয় এলাকা দিয়ে ঘূর্ণিঝড় মিধিলি বয়ে গেলে এসব ঘর ক্ষতিগ্রস্ত হয়। তবে, এ সময় কেউ হতাহত বা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেনি।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হয়।’