ভোট দিতে পারলে আ.লীগ কোনো ফ্যাক্টর না : চুন্নু
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, সরকার ও নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে, বিশ্বাস রাখা ছাড়া আর কোন পথ দেখছে না জাতীয় পার্টি। ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে জাপা মহাসচিব বলেন, ভোটাররা ভোট দিতে পারলে ভোটের মাঠে আওয়ামী লীগ কোন ফ্যাক্টর নয়।
আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন।
জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগের সাথে আসন ভাগাভাগির বিষয়ে আলোচনার কোন তথ্য আমার জানা নেই।
মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও, গেলো পাঁচ বছরের অভিজ্ঞতা সুখকর নয়। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টির সামনে দাঁড়াতে পারবে না কোন দল। নির্বাচন কমিশন যদি সরকারের প্রভাবমুক্ত হয়ে কাজ করতে না পারে, তাহলে অবস্থা বুঝে দলীয় সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পাওয়া ২৮৮ জন প্রার্থীর মধ্যে বাতিল হয়েছে নয়জনের মনোনয়নপত্র। আর মনোনয়নপত্র দাখিল করতে পারেননি দলের সাতজন প্রার্থী।