ট্রেনে আগুন : তদন্তে পাঁচ সদস্যের কমিটি
রাজধানীর তেজগাঁওয়ে নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন ও হতাহতের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে রেল ভবনে তেজগাঁও রেল স্টেশনে ঢাকা-নেত্রকোনা রুটে চলাচলকারী ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রেলমন্ত্রী বলেন, ‘পুরো ঘটনা তদন্ত না করে নির্দিষ্ট করে বলা যাবে না। প্রতিটি ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যাত্রী হয়ে রেলের ভেতরে ঢুকে নাশকতা করেছে। এটা তো রেলের পক্ষে নিরাপদ করা সম্ভব না। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করেছে সেটা জানা নেই। আজ (মঙ্গলবার) সকালের ঘটনায় রেল থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে ঢাকা-নেত্রকোনা রুটে চলাচল করা মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার।