বিএনপি নেতাদের জামিন ও বিচারের বিষয় একমাত্র আদালতের : আইনমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/12/19/law_min.jpg)
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের বক্তব্য তার একান্ত ব্যক্তিগত, সেটি দলের কোনো অভিমত নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, বিএনপির যারা গ্রেপ্তার হয়েছে, তাদের নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিচার ও তাদের জামিনের বিষয়ে শুধু আদালতই কথা বলতে পারেন, আর কেউ নয়।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনে নির্বাচনি প্রচারণায় বিএনপিনেতাদের জেল থেকে মুক্তি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কৃষিমন্ত্রীর বক্তব্য নিয়ে করা প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।
কৃষিমন্ত্রীর বক্তব্যের ধরে ‘গোপন তথ্য ফাঁস হয়েছে’ বলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে মন্তব্য করেছেন, তা তুলে ধরে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘উনি তো কোথায় বসে বসে বাণী ছাড়েন, ওনার বাণীগুলো হচ্ছে সম্পূর্ণ অসত্য। তথ্যভিত্তিক নয়।’
আনিসুল হক বলেন, ‘বিএনপি ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা করেই এদেশে স্বৈরশাসন চালাচ্ছিল। তখন বিচার বিভাগকে যে রকম করাপ্ট করা হয়েছিল সে অবস্থা এখন আর নেই। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন।’
পরে মন্ত্রী আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে শুরু করে পৌর শহরের সড়কবাজারের বিভিন্ন দোকানপাটের সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এরপর তিনি আখাউড়ার খরমপুর কেল্লা বাবার মাজারসহ বিভিন্ন মাজার জিয়ারত করেন।