রাজধানীতে ছাত্রদলের মিছিল থেকে তিনজনকে আটকের অভিযোগ
রাজধানীতে হরতালের সমর্থনে ছাত্রদলের মশাল মিছিল থেকে তিন নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রমনায় মশাল মিছিল থেকে তাদেরকে আটক করা হয় বলে দাবি করেছে সংগঠনটি।
ছাত্রদল জানায়, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ইডেন মহিলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেহেনা আক্তার শিরীনসহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের মো. পারভেজ ও হাবিবউল্লাহ বাহার কলেজ ছাত্রদলের কর্মী তানভীর অপূর্বকে আটক করা হয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে গণশত্রু আওয়ামী লীগ সরকার যে পাতানো খেলার আয়োজন করেছে, সেই পাতানো ডামি নির্বাচনকে প্রত্যাখ্যান করে দেশের ছাত্র সমাজের প্রধান কণ্ঠস্বর জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা মগমাজার মোড় থেকে শান্তিপূর্ণ মশাল মিছিল বের করে পুরাতন রমনা থানার সামনে এলে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা যৌথভাবে আমাদের ওপর হামলা চালায়। এ সময় ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হয় এবং তিনজনকে পুলিশ আটক করে নিয়ে যায়। এভাবে জবরদস্তিমূলকভাবে জনগণের কণ্ঠস্বরকে রোধ করে পতন থামানো সম্ভব না।’