পাবনায় পেট্রল পাম্পে অগ্নিকাণ্ড
পাবনা শহরের রাধানগর এলাকায় ফরিদ ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও র্যাব জানায়, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জ্বালানিবাহী একটি লরি এসে পেট্রোল পাম্পে তেল খালাস করছিল। এ সময় তেলের লাইনের মুখ খোলার সঙ্গে সঙ্গে স্পার্কিং করে আগুন ধরে যায়।
এ সময় লরির চালক পেট্রল পাম্প থেকে গাড়ি চালিয়ে সড়কের উপরে নিয়ে দ্রুত নেমে যান। ততক্ষণে পেট্রল পাম্প ও লরিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পৌনে এক ঘণ্টার চেষ্টায় ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এ বিষয়ে জানতে জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি নাশকতা কি না, তা নিশ্চিত নয়; তবে এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।