ভারতে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮ রোগীর মৃত্যু

ভারতের রাজস্থানের জয়পুরে স্বায়ত্তশাসিত সাওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ রোগীর মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টােবর) গভীর রাতে নিউরো আইসিইউ ইউনিটে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
ট্রমা সেন্টারের ইনচার্জ ডা. অনুরাগ ধাকড় জানিয়েছেন, নিউরো আইসিইউতে তখন ১১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ করে স্টোরেজ এলাকায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
আগুনের খবর ছড়িয়ে পড়তেই রোগী ও স্বজনদের মধ্যে হাহাকার শুরু হয়। আইসিইউর নথি, চিকিৎসা সরঞ্জাম, ব্লাড স্যাম্পলসহ বহু কিছু পুড়ে যায়।
হাসপাতালের কর্মী ও রোগীর স্বজনরা প্রাণপণ চেষ্টা করে রোগীদের বাইরে বের করে আনেন। কেউ কেউ পুরো বিছানাসহ রোগীকে বাইরে নিয়ে আসেন।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ওয়ার্ড বয় বিকাশ সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “অপারেশন থিয়েটারে কাজ করছিলাম, হঠাৎ আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে ছুটে যাই রোগীদের বাঁচাতে। অন্তত ৩-৪ জনকে আমরা বাঁচাতে পেরেছি। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় পরে আর ভেতরে ঢোকা সম্ভব হয়নি।”
তিনি আরও জানান, পুলিশ পরে এলেও ঘন ধোঁয়ার কারণে দ্রুত ভেতরে প্রবেশ করতে পারেনি। শেষ পর্যন্ত ফায়ার ব্রিগেডকে জানালা ভেঙে ভেতরে ঢুকতে হয়।
অগ্নিকাণ্ডের সময় রোগীর স্বজনরা অভিযোগ করেছেন, স্টাফদের সতর্ক করার পরও তারা গুরুত্ব দেয়নি। এক স্বজনের ভাষায়, “আমরা ধোঁয়া দেখেই জানাই, কিন্তু তারা পাত্তা দেয়নি। আগুন লাগতেই তারা প্রথমে পালিয়ে যায়। এখন কেউ আমাদের রোগীর খবর দিচ্ছে না।”

রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সংসদীয় কার্যক্রমমন্ত্রী যোগারাম পাটেল এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জওহর সিং বেদাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। তবে মন্ত্রীরা পৌঁছানোর সময় রোগীর স্বজনরা প্রবল ক্ষোভ প্রকাশ করেন।
পরে মুখ্যমন্ত্রী চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন এবং তদন্তের আশ্বাস দেন।