মুন্সীগঞ্জের মাওয়া থেকে দুই টন জাটকা জব্দ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/01/11/jaattkaa-jbd.jpg)
মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া থেকে আজ বুধবার দুই টন জাটকা জব্দ করা হয়। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া থেকে দুই টন জাটকা জব্দ করা হয়েছে।
আজ বুধবার (১১ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে লৌহজং উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে এ জাটকা জব্দ করা হয়। এ সময় একটি ট্রাক জব্দ ও ট্রাকের চালককে আটক করা হয়।
লৌহজংয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সব জাটকা ইলিশ লৌহজং উপজেলার স্থানীয় ২৫টি এতিমখানা ও মাওয়ায় গরীব দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।’