জামিনে মুক্ত যুবদলের সাধারণ সম্পাদক মুন্না
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/01/30/416096897_1043580780068177_5933319046696437903_n.jpg)
যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। ফাইল ছবি
প্রায় ১১ মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। আজ রাত ৮ টা ২০ মিনিটে ঢাকা কেরানিগঞ্জ কারাগার থেকে বের হন তিনি। গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই।
মুক্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুন্না বলেন, জালিমের কারাগার মুক্তি মিললেও দেশের মানুষের তো মুক্তি মেলেনি। জনগণের অধিকার আদায়ের আন্দোলন চলছে।
মুন্না বলেন, জেল-মামলা দিয়ে জিয়ার আদর্শের শক্তিকে থামানো যাবে না। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোন জেল, জুলুম, হুলিয়ার পরোয়া করি না। জনগণের অধিকার আদায়ের সারা জীবন লড়াই চালিয়ে যাব। ইনশা আল্লাহ।
গত বছরের ৭ মার্চ মুন্নাকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। এসব মামলায় জামিন পেয়ে আজ কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুবদল সাধারণ সম্পাদক।