টাকা চাওয়ার জেরে দৌলতদিয়া পল্লীতে খদ্দের হত্যা

ফরিদপুর শহরের নতুন বাস স্ট্যান্ডে লাগেজের ভেতর থেকে উদ্ধার করা মরদেহের পরিচয় মিলেছে। তিনি দৌলতদিয়া যৌনপল্লীর রোজিনার খদ্দের ইটভাটা শ্রমিক মিলন। রোজিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৬ জানুয়ারি রাতে রোজিনার বাসায় যান ইটভাটা শ্রমিক মিলন। এ সময় তাঁদের মধ্যে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝগড়া-বিবাদ হয়। একপর্যায়ে রোজিনার মাকে তুলে অশ্লীল ভাষায় গালি দিলে তিনি ক্ষিপ্ত হয়ে খদ্দের মিলনের গলায় ওড়না পেঁচ দিয়ে হত্যা করেন। এরপর মরদেহ ঘরে থাকা বড় লাগেজে রাখেন। পরে সেখান থেকে রিকশায় এবং পরে মাহিন্দ্র ভাড়া করে সেই লাগেজ নিয়ে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড গোল্ডেন লাইন কাউন্টারের সামনে যান রোজিনা। সেখানে মরদেহটি রেখে নাস্তা খাওয়ার কথা বলে দ্রুত পালিয়ে যান তিনি। ২৭ জানুয়ারি সকালে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এরপর সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ ঢাকা থেকে এই ঘটনার সঙ্গে জড়িত আসামি রোজিনাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. মোর্শেদ আলম জানান, গত ২৭ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড গোল্ডেন লাইন কাউন্টারের সামনে পরিত্যক্ত অবস্থায় একটি লাগেজ পাওয়া যায়। পরিত্যক্ত লাগেজটি দেখে স্থানীয় লোকজন ৯৯৯-এ কল দিলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত লোকজনের সহায়তায় লাগেজের তালা ভেঙে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ দেখতে পায়। পরে পুলিশ তথ্য-প্রযুক্তির মাধ্যমে ২৯ জানুয়ারি দিনগত রাতে ঢাকার কদমতলী থানার জুরাইন এলাকার দেওয়ানবাড়ির ৬তলা থেকে গ্রেপ্তার করা হয় রোজিনাকে।
পুলিশ সুপার আরও জানান, রোজিনা জিজ্ঞাসাবাদে জানান নিহত মিলন প্রামানিকের বাড়ি পাবনা সদর হলেও রাজবাড়ী জেলায় বিভিন্ন ইটভাটায় কাজ করতেন এবং মাঝেমধ্যে দৌলতদিয়া যৌনপল্লীতে আসতেন। গত ২৬ জানুয়ারি রাতে তাঁর ভাড়া বাসায় যান মিলন এবং তাঁদের মধ্যে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝগড়া-বিবাদ হয়। একপর্যায়ে মাকে তুলে গালি দিলে রোজিনা ক্ষিপ্ত হয়ে পরিহিত ওড়না দিয়ে মিলনের গলায় পেঁচ দিয়ে একাই তাঁকে হত্যা করেন। পরে মরদেহটি ঘরে থাকা বড় লাগেজে ভরে একটি মাহিন্দ্র ভাড়া করে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে গোল্ডেন লাইন কাউন্টারের সামনে রেখে নাস্তা খাওয়ার কথা বলে পালিয়ে যান।
পুলিশ সুপার আরও জানান, ওই তথ্যের সূত্র ধরে পুলিশ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন গোয়ালন্দ বাজার থেকে মাহেন্দ্রগাড়ি ও গাড়ির চালককে শনাক্ত করে হেফাজতে নেয়। তার দেওয়া তথ্যমতে লাগেজ বহনকারী রিকশাচালককে হেফাজতে নিয়ে গোয়ালন্দঘাট থানার পতিতাপল্লীর রুবেল মাতব্বরের বাড়ির দ্তিীয় তলার ভাড়াটিয়া রোজিনার ঘরে অভিযান পরিচালনা করা হয়। ঘটনার পর হতে রোজিনা পলাতক ছিলেন। সেই তথ্যের সূত্র ধরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি রোজিনাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।